Khoborerchokh logo

রংপুর পাগলাপীরে যাত্রীবাহী বাস দূর্ঘটনা নিহত ১ 159 0

Khoborerchokh logo

রংপুর পাগলাপীরে যাত্রীবাহী বাস দূর্ঘটনা নিহত ১


শাহ্ মোহাম্মদ রায়হান বারী,রংপুর ব্যুরো 
রংপুর পাগলাপীরে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ওপর উল্টে গেলে ওই বাসের হেলপার ঘটনাস্থলে মারা যায়। একইসঙ্গে ওই বাসের অনেক যাত্রী আহত হয়েছেন।
গতকাল ৬ জুন,২০২০ শনিবার সকাল ৭.৪৫ মিনিটে পাগলাপীরের গোকুলপুর এলাকার মহাসড়কে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে তারাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, শনিবার সকাল ৭.৪৫ মিনিটের দিকে কুমিল্লা থেকে ছেড়ে আসা সৈয়দপুর, দশমাইল ও ঠাকুগাঁওগামী  হৃদয় তাহসান নামের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৬০৬৯)  পাগলাপীরের গোকুলপুর এলাকার  নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
এতে ঘটনাস্থলেই বাসটির হেলপার মোঃ রনি মিয়া (২৪) পিতা- মোঃ মিঠু মিয়া, শিমুল পাড়া, সদর থানা, লালমনিরহাট। ফায়ার সার্ভিসের সহযোগিতায় হাইওয়ে পুলিশ নিহত হেলপারকে উদ্ধার করে।
রংপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল রহমান বলেন, আজ সকাল ৭.৫০ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তি কে উদ্ধার করি। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৮ জন।
মহাসড়কের উপর বাসটি উল্টে গেলে  প্রায় দুই ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে ক্রেন দিয়ে বাসটি সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে পুলিশ। দুর্ঘটনা কবলিত বাসটি তারাগঞ্জ হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। 


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com